বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

স্বামী-স্ত্রী



স্বামী-স্ত্রী

- যাযাবর জীবন

আমরা হাসি
আমরা কাঁদি
আমরা ঝগড়া করি
আমরা আদর করি
আমরা রাগ করি
আমরা অভিমান করি
আমরা ভালোবাসি
আমরা সন্তান জন্ম দেই
আমরা বংশবৃদ্ধি করি
আমরা সংসার করি;
কাছে থাকলে পরস্পরকে আমরা অনুভব করি
দূরে থাকলে পরস্পরকে মিস করি
পরস্পরের স্পর্শের জন্য আমাদের কাতরতা
পরস্পরের স্পর্শে আমাদের নির্ভরতা
আমরা দুজন দুজনার
আমাদের সম্পর্কটা অনেকের জন্য ঈর্ষার;

আমাদের সম্পর্কটা তৈরি করেছিলেন অন্য একজন
দুটি ফুলে মালা গেঁথে,
আমাদের সম্পর্কটা তৈরি হয়েছিল অন্য এক ভুবনে
ভালোবেসে, ভালোবেসে;

তোমাদের জগতে আমরা "স্বামী-স্ত্রী"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন