শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫

জয় পরাজয়


জয় পরাজয়
- যাযাবর জীবন

যখনই মাথায় জয়ের মুকুট
তখনই তোমাদের হাত তালি
বাহবার ফুলঝুরি;
অথচ মনের গভীরে
চোরা উঁকি দিতেই
রিপুর লকলকে কালো জিহ্বা
ওত পাতা লোভের ছোবল ফণা তোলা
বিষিয়ে দিতে তোমাদের সারা গায়
ক্ষণিকের কামের সুখের অসুখ মনেতে ছায়;
কতবার কতভাবে দুমড়ে মুচড়ে ছিনিয়ে এনেছি জয়
বিবেকের টুঁটি চেপে ধরে
জয়ের নেশায় বুঁদ হয়ে
তোমাদের বাহবা পেতে
হাততালি পেতে কার না মন চায়?

তোমাদের পৃথিবীতে যতবার হয়েছে আমার জয়
রিপুর কাছে বারে বারে হয়েছে বিবেকের পরাজয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন