লাল ক্যানভাস
- যাযাবর জীবন
প্রেম আসুক কিংবা না আসুক
হৃদয় ধ্বক ধ্বক করবেই
দুঃখ আসুক বা না আসুক
চোখে লবণ জল আসবেই
কোথায় যেন একটা গাঁটছড়া বাধা আছে
প্রেমের সাথে দুঃখের
হৃদয়ের সাথে লালের
ক্ষরণের সাথে লবণের
প্রেমের তৃষ্ণা মিলনে মেটে না
সব জলে লবণ থাকে না
সব হৃদয়ে প্রেম আসে না
হৃদয়ের ধুকপুক থেমে যাওয়ার অনেক পরে বুঝেছিলাম
প্রেম এসে আবার চলেও গিয়েছিল জীবন থেকে;
এখন লালে ছবি আঁকি হৃদয় ক্যানভাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন