শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

শিক্ষার অভাব



শিক্ষার অভাব
- যাযাবর জীবন


বেঁচে থাকার জন্য কত কিছুই না শিখেছি!
শিক্ষা, দীক্ষা, ক্ষুধা নিবারণ, আয় উপার্জন
বেঁচে থাকার প্রতিযোগিতায় শিখেছি ছিনিয়ে নেয়া
ছলে, বলে, কৌশলে যেভাবেই হোক না কেন!
প্রতিযোগী কে হটিয়ে দেয়া;

শিখেছি লোভ, লালসা, রিপু, লিপ্সা
চুরি, বাটপারি, ঘুষ, জোড় করে কেড়ে নেয়া,
আরে বাবা এগুলো কি আর ইচ্ছে করে করি?
সবই তো করতে হয় বেঁচে থাকার প্রয়োজনে;
মন কে বুঝ দেয়া কতই না সহজ
তাই না?

অসম প্রতিযোগিতা,
আকাশ সম চাহিদা আমাদের পশু করে দিয়েছে;
আদতে বেঁচে থাকার জন্য খুব বেশী কিছু কি প্রয়োজন?
একটা জিনিষের প্রয়োজন তো আছেই
মানুষ হওয়া;

বেঁচে থাকার জন্য কত কিছুই না শিখেছি!
ভালোবাসার জন্য শেখা হয় নি ভালোবাসা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন