রাতের কান্না
- যাযাবর জীবন
অন্ধকারের কিছু শব্দ থাকে
থাকে কিছু আলো
শব্দ থাকে নিস্তব্ধতার
বধির হলেও,
শব্দ থাকে রাতের, নিস্তব্ধ ও কালো;
হৃদয়ের শব্দ শোনে হৃদয়
যে ভালোবাসে,
আর বাকিদের কাছে ধুকপুক;
আচ্ছা! রাতের কান্না শুনেছ?
কিংবা হৃদয়ের?
ঐ যে একটা তারা খসে পড়লো
কখনো তো রাতের অশ্রু চেনো!
এবার কিছু ইচ্ছের নৌকা ভেড়াও, হৃদয়ের তীরে
তারপর না হয় হারিয়ে যাও অন্ধকারে, জোনাকির ভীরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন