শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

স্বপ্ন আমার জন্য না



স্বপ্ন আমার জন্য না
-যাযাবর জীবন


মনে আছে নদী পাড়?
নীল পানি
সবুজ মাঠ
আর লাল টুকটুক শাড়িতে তুই;

চোখে চোখে
মনে মনে
স্বপ্নে স্বপ্নে
তোকে আমি ছুঁই;

ইশশ! জীবন কবিতা হলে কি ভালোই না হত!!

স্বপ্ন সবাইকে মানায় না
স্বপ্ন আমার জন্য না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন