শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

অমাবস্যার চাঁদ



অমাবস্যার চাঁদ
- যাযাবর জীবন


মানুষের জীবনে কিছু কিছু সময় আসে,
খারাপ সময়
কালো সময়
রাত্রি সময়
অসহায় সময়,
ঘুটঘুটে অন্ধকার মনটাকে ছেয়ে ধরে;

অন্ধকার সময়গুলোতে কাওকে পাশে পেতে ইচ্ছে করে
ইচ্ছে করে কারো হাতে হাত রাখতে
ইচ্ছে করে কেও তো থাকুক! মন হয়ে, অনুভবে;

আদতে অসহায় সময়ে কাওকে পাওয়া যায় না পাশে;
জীবনে যখনই খারাপ সময়গুলো এসেছে
খুব আপনজন
আত্মার আপন, রক্তের বন্ধন
কাওকে পাই নি কাছে;

অথচ তুই ঠিক ছিলি পাশে
সময়ে কিংবা অসময়ে
বুকের একদম কাছে,
প্রখর রোদে মেঘ হয়ে
বৃষ্টিতে ছাতা হয়ে
অন্ধকারে আলো হয়ে
নির্ঘুম রাতের বালিশ হয়ে
ভালোবাসায় জড়িয়ে নিয়ে;

প্রেমিক প্রেমিকা ভালোবাসে
স্বার্থের আশে;
রক্ত সম্পর্কগুলো?
খুব চেনা হয়ে গেছে, কালো সময়ে;

দম্পতির ভালোবাসা? গভীর অনুভবে;
অন্ধকার সময়ে আলো হয়ে
যখন কেও নেই পাশে,
যদি দাম্পত্যে প্রেম থাকে;

যেমন তুই আছিস, জড়াজড়ি হয়ে;

প্রেমহীন দাম্পত্য?
মন অমাবস্যার নাম শোন নি?
কালো সময় রাতের ছলে
নির্ঘুম বিছানা কথা বলে
মন আর কান্নার জড়াজড়ি চলে;

রাত্রি সময়ে কাওকে না কাওকে কাছে পেতে ইচ্ছে করে,
জ্যোৎস্না না হোক অমাবস্যা হয়ে, অনুভবে চাঁদটা তো থাকুক পাশে!

সুসময়ে সবাই রাতের চাঁদ হতে চায়
অসময়ে চাঁদ ঘুমায়, ঘুটঘুটে অমাবস্যায়;
অমাবস্যায় চাঁদনি হতে পারে কে?
আমি দেখিয়ে দেই তোকে।
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন