শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

যোগ্যতা



যোগ্যতা
- যাযাবর জীবন


ভালোবাসতে কোন কারণ লাগে না
কখন যে কাকে ভালো লেগে যায়!
আর ভালোলাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়!
কে বলতে পারে?

যোগ্যতা লাগে ভালোবাসা পেতে হলে,
সবাই কি আর ভালবাসা পায়?
তবে কেও কেও পায়
কারণ ছাড়াই

এই যে তীব্র আলোটা দেখছিস!
ওটা তোর ভালোবাসা
পথটা একদম ঝকঝকে স্বচ্ছ
দূর বহুদূর পর্যন্ত

ঐ যে টিমটিমে আলোটা দেখছিস!
ওটা আমার ভালো লাগা
ঘোলাটে ম্লান
যে কোন সময় হারিয়ে যেতে পারে

ভালোবাসার যোগ্য আমি নই
তবুও তুই আমাকে কারণ ছাড়াই ভালোবাসিস;
ভালোবাসা পাওয়ার সব গুণ তোর মাঝেই নিহিত
অথচ আমি তোকে চেষ্টা করেও ভালোবাসতে পারি নি
কেও ফুল ভালোবাসে কেও গন্ধ
তুই পাথর ভালোবেসে অন্ধ;

একদিন দেখিস ঠিক হারিয়ে যাব তোর আলোকিত পথ ধরে
দূর বহুদূরে
সেদিনও কি ভালোবাসবি ঠিক এমনি করে?
আমার ভালোলাগা তোকে কিন্তু পথ দেখাবে না, ঘন অন্ধকারে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন