শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

কান্নার কোলাহল



কান্নার কোলাহল
- যাযাবর জীবন


ভালোবাসায় অপেক্ষা থাকে
অপেক্ষা থাকলেই থাকে অভিমান
অভিমান থেকে রাগ
মনে রাগ এলেই মুখে আগ্নেয়গিরি
গলিত লাভায় ভালোবাসার বিনাশ
ভাঙনের কানফাটা বজ্রপাত,
সময়ের কান্না বৃষ্টিতে এক সময় লাভা ঠাণ্ডা হতে থাকে
তারপর বরফ জমা অনুতাপ;

বরফে কি আর ভালোবাসা হয়?

তুই আগুন আমি জল
আর ভালোবাসায় কান্নার কোলাহল।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন