বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

আগুন আগুন, রিপুর আগুন



আগুন আগুন, রিপুর আগুন
- যাযাবর জীবন


আগুন আগুন,
কোথায় আগুন?
আগুন আমার মনে;
আগুনে পুড়ি আমি
রিপুগুলোর সনে;

আগুন পুড়তে দেখেছ?
পড়ে থাকা ছাই?
মানুষ পুড়তে দেখেছ?
হতাশায় নাই নাই;

এই যে সম্ভব আর অসম্ভব সব চাওয়া
আর না পাওয়ার হতাশায় পুড়ে পুড়ে যাওয়া;

রিপু পোড়ালে কি হয়?

শরীরের মাঝে মানুষ রয়
রিপু পুড়ে পুড়ে মানুষ হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন