বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

মন'রে মন



মন'রে মন
- যাযাবর জীবন


মন'রে মন যখন তখন
কোথায় কোথায় চলে,
দিনে'তে চাঁদে রাতে সূর্যে
আকাশ বাতাস জলে;
যখন চোখ ঘুমিয়ে থাকে, তুই স্বপ্নচোখে
দিবা নিশীথে আলো আঁধারে, মন তোর কথা বলে.........





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন