বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

অপাত্রে ভালোবাসা





অপাত্রে ভালোবাসা
- যাযাবর জীবন


অনেক রাত হয়েছে
রাতেরও ঘুম পেয়েছে,
তুই কেন এখনো জেগে?
আমি তো চুমু খেয়েছি সেই দুপুরের ঠোঁটে
রাতেও কি তার আবেশ থাকে?

আচ্ছা! আজ আমার চোখের দিকে তাকিয়েছিলি?
অনুভূতি দেখেছিলি কোনো?
কোন রঙ ছিলো কি আমার চোখে?

জলের রঙ যত স্বচ্ছই হোক না কেন!
আমি লবণ চাখতে পারি দূর থেকে
অনুভূতি হয়তো লুকোনো যায়
কান্না কিন্তু ঠিক ভেসে ওঠে চোখে,
মিছেমিছিই অপাত্রে ভালোবাসা ঢালিস
চোখের জলে;

অনেক রাত হয়েছে
এবার ঘুমিয়ে পড়,
আমি রাত্রি চাখি রাতের ঠোঁটে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন