বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

দুঃখের ফেরিওয়ালা



দুঃখের ফেরিওয়ালা
- যাযাবর জীবন


শুধু শুধুই তুই দুঃখের ফেরি করিস
ঝুড়িতে দুঃখ ভরে
একবার ঝুড়িতে আমাকে উঠিয়েই দেখ না
ভালোবাসায় আপন করে;

আমি তো ঘাটে ঘাটে ঘুরি
হয়ে আকাশ ঘুড়ি
তবুও মাঝে মাঝে যখন তখন
তোকেই মনে করি;

ও ফেরিওয়ালা এবার নামা আমায়
খালি কর তোর ঝুড়ি
আমার আকাশে নীল হ তুই
আমি মেঘ হয়ে হয়ে উড়ি........



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন