বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

আমি একতরফা রাত



আমি একতরফা রাত
- যাযাবর জীবন


তুই একতরফা প্রেম করেছিস
ভালোবেসেছিস
কখনো চাঁদ হয়েছিস
কখনো রাত,
গাছেরও হয়তো অনুভূতি থাকে
অনুভব দাগ কাটে না পাথরে;

সব মেঘে কি আর বৃষ্টি ঝরে?
সব রাতে চাঁদনি!
আমি শুধুই অন্ধকার
অনুভূতি ও মনে;

আমি একতরফা রাত
ভালোবাসা ও প্রেমে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন