আমাদের ডানা নেই
উড়ে যেতে পারি না অতীতের কাছে
অথচ মাঝে মাঝে অতীত বড্ড টানে তার দিকে
এক এক সময় পুরনো স্মৃতিগুলো
এক এক সময় হারিয়ে যাওয়া পুরনো মানুষগুলো;
ডানা নেই সময়ের
অতীত উড়ে আসতে পারে না আমার কাছে
না পারে ভবিষ্যৎ আমাকে তার কাছে নিতে
অথচ মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে ভবিষ্যতে যেতে
ইচ্ছে করে ভবিষ্যতের আমাকে দেখতে;
মাঝে মাঝে ইচ্ছে করে সুদূর অতীতে গিয়ে নিজেকে বদলে ফেলতে
শুধরে নিতে পুরনো সব ভুলগুলো
ক্ষমা চাইতে পুরনো মানুষগুলোর কাছে
কত অপরাধই না জমা রয়েছে স্মৃতির পাতা জুড়ে,
অতীতে ফেরা গেলে নিশ্চয়ই জীবনটা অন্যরকম হতো
হয়তো নিজেকে শুধরে নেয়া যেত!
আজকাল বড্ড ইচ্ছে করে আয়নায় শুদ্ধ মানুষ দেখতে;
আয়নার সামনে দাঁড়ালেই একটা অবয়ব
চেনা চেনা অথচ অচেনা
ওখানে আমার ছবি অথচ ঐ মানুষটা ঠিক আমি না
আয়নার প্রতিচ্ছবিতে শুধুই একটা চেহারা
আয়না ভেতরটা দেখে না
অথচ ভেতরটা কিঞ্চিৎ মানুষ মানুষ আদতে মানুষ না;
একবার অতীতে যেতে পারলে অমানুষের অংশটুকু মুছে দিয়ে আসতাম
কিন্তু সময়ের ডানা নেই,
আমার অতীতে যাওয়া হয় না
বদলানো হয় না নিজেকে,
আমি যেতে পারি না ভবিষ্যতের কাছে
জানি না মানুষ হতে গিয়ে কি হয়ে যাব অবশেষে;
বদলাব বললেই কি বদলে ফেলা যায়?
মানুষ বদলে বদলে তবেই না অমানুষ হয়ে যায়;
বিবেক মাঝে মধ্যে বড্ড দংশায়।
২৯ জানুয়ারি, ২০২০
#কবিতা
সময়ের ডানা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন