রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

স্মৃতির গল্পগুলো

প্রতিটা দিনেরই এক একটা আলাদা গল্প আছে

আলাদা আলাদা গল্প আছে প্রতিটা রাতের;


দিনের গল্পগুলো বেশিরভাগ কাজের

এগুলো অনেকটাই জীবিকা নির্ভর 

ঘাম ও শ্রমের গল্প 

কিছু গল্প ভোরের কিছু দুপুরের কিছু বিকেলের কিছু বা সন্ধ্যের

অল্প কিছু গল্প আছে ভালোবাসার

কিছু ভালোবাসা কাছে আসার  

কিছু বিকেল রোদে হেলান দেয়া মন পোড়ার

সবগুলো গল্প জমে থাকে মনে

মাঝে মাঝে স্মৃতির জানালা খুলে গল্পগুলো আমি উঁকি দিয়ে দেখি

কিছু গল্প মনে পড়লে হাসি কিছু গল্পে কাঁদি 

তারপর আবার স্মৃতির জানালায় খিল দিয়ে আকাশ দেখি চুপমনে;


রাতের গল্পগুলোতে অনেকগুলো অনুভব মিশে থাকে 

মিশে থাকে অন্ধকার  

সন্ধ্যের পর থেকেই মন খারাপে সূর্য ঘুমায়

কখনো রাতের মন ভালোতে আকাশে চাঁদের উঁকি 

কখনো মন খারাপে অমাবস্যা  

দাঁত নখ বের করে ফেলে মানুষের ভেতরের পশুগুলোও 

এখানেও কিছু জীবিকা আছে, কিছু শরীর বিক্রির কিছু নেশার 

আর ছোপ ছোপ অন্ধকার,

রাতেও কিছু গল্প থাকে ভালোবাসার 

আর কিছু অন্ধকারে ডুবে যাওয়ার, 

রাতের বিভিন্ন গল্পগুলো জমে থাকে মনে

আমি মাঝে মাঝে স্মৃতির জানালা খুলে উঁকি দিয়ে দেখি

কিছু গল্প মনে পড়লে হাসি কিছু গল্পে কাঁদি 

তারপর আবার স্মৃতির জানালায় খিল দিয়ে ঘুমিয়ে যাই চুপমনে; 


একদিন হয়তো কারো স্মৃতিতে আমার গল্পগুলোই উঁকি দেবে জানালা খুলে

কিছু দিনের গল্প কিছু রাতের গল্প 

কিছু আলোর গল্প কিছু গল্প অন্ধকারের

যেগুলো কোন একসময় হয়তো এঁকেছিলাম কারো কারো স্মৃতির ঘরে, 

জানতে কিংবা অজান্তে; 

মানুষ মরে গেলে তো স্মৃতিই হয়ে যায়, তাই না?


দূরে সরে যাওয়া আর মরে যাওয়ার মধ্যে পার্থক্য খুব কি বেশী?

কিছু উত্তর কখনোই জানা হয় না। 



১৯ জানুয়ারি, ২০২০ 


#কবিতা 

স্মৃতির গল্পগুলো 

 - যাযাবর জীবন 



ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন