কাছে দূরে তোরা তোরা বন্ধু কজন
ভার্চুয়াল কিংবা রিয়ালে আছিস সারাক্ষণ
ইচ্ছে হলেই ফোনে ফোনে যখন তখন
মাঝে মধ্যে একটু দেখা মনের টানে মন;
কাছে দূরের বন্ধুত্ব এই বেশ ভালো
খুব বেশী কাছে আসা মাঝে মাঝে কালো
দূর থেকে চাঁদনি, মোহময়ী আলো
বহু দূরের সূর্য আলো সহনীয়;
বন্ধুত্বে কিছুটা ফারাক সম্পর্ক ভালো
স্বার্থ না এলে তবেই সম্পর্ক আলো
কাছে দূরের বন্ধু মাঝে মাঝে দেখা
বন্ধুত্বে প্রেম এলেই সম্পর্ক ফাঁকা;
বন্ধুত্বে প্রেম এলেই সম্পর্ক কালো
মন পুড়লে বোধোদয় আগেই ছিল ভালো
দুপুর রোদে চাঁদ কোথায় ? শুধু সূর্যের তাপ
বিকেলেতে মন প্রেম, রাত্রি উদাস;
রাত্রিগুলো অসহনীয় নির্ঘুম চোখ
প্রেমেতে মন পুড়ে বন্ধুত্বে সুখ
যৌবনে প্রেম এলে তাও হয়তো চলে
বিয়ের পরে প্রেম হলে পরকীয়া বলে;
মধ্যবয়সের বন্ধুত্ব যখন প্রেমেতে গড়ায়
বেশিরভাগ প্রেম দেখি হয় পরকীয়ায়
মনে প্রেমের হাতছানি বন্ধুত্ব নষ্ট
পরকীয়া সম্পর্কে সকল সম্পর্ক নষ্ট;
সম্পর্ক সুন্দর থাকে, থাকলে বন্ধু হয়ে
নির্মল আনন্দ থাকে সম্পর্ক ছেয়ে ছেয়ে
মাঝে মধ্যে একটু দেখা মাঝে মধ্যে কথা
সুখ দুঃখ বিনিময়ে নির্মল বন্ধুত্ব গাঁথা।
২৮ জানুয়ারি, ২০২০
#কবিতা
বন্ধুত্ব গাঁথা
- যাযাবর জীবন
ছবিঃ মোবাইল ক্লিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন