রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

চল মন কাজে

আজ সূর্য ওঠে নি তাও ঘুম ভাঙা ভোর

রাতঘুমে ছিলি তুই আর স্বপ্ন তোর 

পাখির  ডাকে স্বপ্ন  উড়ে গেছে চোখ থেকে

আকাশের ডাকে আজ উঠে নি সূর্য

আজ কুয়াশার ভোর

কাল রাতটা ছিলো তোর; 


আজ ভোর হতেই দিনের ডাক 

দিনের বেলায় স্বপ্ন থাক 

আজ সকাল হতেই কাজ

দিন ডাকছে ডাকছে কাজ

পেট ক্ষুধা হয়ে যায় রাত ফুরোলেই

স্বপ্ন কোথায় সকাল ক্ষুধায়? 

চল মন কাজে আজ 

চল মন আজ স্বপ্ন থাক।


২৩ জানুয়ারি, ২০২০ 


#কবিতা 

চল মন কাজে 

 - যাযাবর জীবন 


ছবিঃ মোবাইল ক্লিক।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন