প্রতিদিন নতুন করে কত কত প্রেম ওড়ে?
প্রতিদিন নতুন করে কত কত প্রেম পোড়ে?
এই যে প্রেমের হাতছানি!
চোখাচোখি হতে হতে ভালোলাগা
ভালোলাগা থেকে টান
টান থেকে ভালোবাসা
ভালোবাসা থেকে কাছে আসা
কাছে আসতে আসতে একটু ছোঁয়াছুঁয়ি
ছোঁয়াছুঁয়ি থেকে শরীরে শরীর
তারপর বিছানা,
আচ্ছা! প্রেম কি তবে কামনা?
একটা সময় প্রেমটাই কঠিন ছিলো
তার থেকেও বেশী কঠিন ছিলো দেখা হওয়া
মনের আবেগ তখন শুধুই হলুদ খামে
তাও অনেক ভেবেচিন্তে ঠিকানা নির্ণয়,
একটা প্রেম হতে তখন সময় নিতো
কোন কারণে পরিণয়ে গড়াতে না পারলেও
সারাজীবন মনে দাগ থেকে যেতো
একটা জীবন একটা প্রেম; ধ্যাত! বড্ড পুরনো;
আজকাল প্রেম হরেদরে
খামের যুগ শেষ হয়ে গেছে সেই কবেই!
আজকাল ডিজিটাল মেসেজের টুংটাং
একদিনে প্রেম, দুইদিনে দেখা, তৃতীয় দিনে বিছানা
ছাড়াছাড়ি হতে সময় লাগে না
শরীর তো ধুয়ে ফেললেই পরিষ্কার, তাই না?
আর মনে দাগ?
আরে কার কতগুলো প্রেম সেটাই তো এখনকার গর্ব,
আচ্ছা! সতীত্ব বলে কি একটা কথা আছে না!
তুমি কোথাকার বোকা?
শব্দটা ডিকশনারিতে আছে, দেখে নিও;
ওহে! আজকাল প্রেম ওড়ে না
প্রেম পোড়েও না
মন পুড়লে তো প্রেম পুড়বে!
আজকালকার প্রেম ভার্চুয়াল থেকে শরীরে এসে বসে
বন্ধ কামরায় কিছু সময় পার হয়
বনে গেলে কিছুদিন রয়
আরেকটু বনলে না হয় পরিণয়
আর তা না হলে পত্রপাঠ বিদায়,
ঝর্ণার নীচে শুদ্ধ হয় শরীর, নতুন প্রেমের জন্য;
পরবর্তী কোন এক প্রজন্ম হয়তো নেটে শরীর ছানতে ছানতে কৌতুক করবে
প্রাচীন কালে প্রেম বলে একটা শব্দ ছিলো
ওটা নাকি খুব মানবিক একটা অনুভূতি
বলেই ওরা খিলখিল হাসিতে গড়িয়ে পড়বে ভার্চুয়ালে;
সেদিন খুব দূরে কি?
১০ জানুয়ারি, ২০২০
#কবিতা
প্রেমের প্রজন্মান্তর
- যাযাবর জীবন
ছবিঃ মিমো সুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন