কোথা কোথা থেকে একটি ছেলে ও একটি মেয়ে
হুট করে পরিচয় কারণে আর অকারণে
পরিচয় থেকে পরস্পর বোঝার চেষ্টা তারপর প্রেম
তারপর পরিণয়, দাম্পত্য শুরু হয়;
কিংবা সম্পূর্ণ অপরিচিত দুটি ছেলে মেয়ে
বাবা মায়ের কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে কথা বার্তা
দেখাশোনা, পরিচয় হতে না হতেই পরিণয়
দাম্পত্য কথা কয়;
এই যে সম্পূর্ণ অচেনা কিংবা কিঞ্চিৎ চেনা
অথবা বন্ধুত্ব থেকে ভালোবাসার সেতু পার হয়ে একটা বন্ধন
দাম্পত্য নামের একটা সম্পর্কে বাঁধা হয়ে গিয়ে হয়ে যায় আপন
খুব অদ্ভুত, তাই না? অথচ একসময় এরা কেউ কাউকে চিনতো না;
দাম্পত্যে দুজনার ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতা
জীবনের শুরুতে শুধুই প্রেম আর পরস্পর বোঝার চেষ্টা
তারপর ধীরে ধীরে অধিকার বোধ, সংসার, দায়িত্বের বোঝা
খুঁটিনাটি ভুল বোঝাবুঝি, মান অভিমান, রাগ আবার মিটমাট;
কিছু কিছু দাম্পত্যে ইগো আর স্বার্থের আঘাত
কিছু কিছু দাম্পত্যে অর্থ আর কামের প্রভাব
ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব, সম্পর্কে তৃতীয় ব্যক্তি
আর কিছু দাম্পত্যে পরকীয়া ভাইরাস, সম্পর্ক নাশ;
মধ্য বয়সটা পার হতে হতে সব দাম্পত্যই থিতু
বেশিরভাগই জোড়া লেগে থাকে নির্ভয়তা আর বিশ্বাসে
ভালোবাসা? সে তো আছেই
সুখী দাম্পত্য তো শুধুমাত্র আর ডিকশনারির শব্দ নয়!
মনের মিল না হলেও কিছু দাম্পত্য জোড়া লেগে থাকে নামেমাত্র
কিছু বাধ্য হয়ে, বাকিরা অভ্যাসে
আর যাদের সুযোগ থাকে তারা আলাদা হয়ে যায়
এদের সংখ্যাটাও আজকাল নেহাত কম নয়।
০৬ জানুয়ারি, ২০২০
#কবিতা
দাম্পত্য কথা কয়
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন