ক্রমাগত ঘুরছি এখানে ওখানে
দেশ ও বিদেশ,
যে ট্যুরিস্ট স্পটেই গিয়েছি ওখানে শুনেছি
- "লাগবে স্যার?"
- "ENJOY করবেন?"
- "মেয়ে লাগবে স্যার!"
আচ্ছা! ভ্রমণ মানেই কি সেক্স?
ভ্রমণে তো আমরা ENJOY করিই, তাই না?
কিংবা একটু আনন্দ উদযাপনের জন্যই আমরা ভ্রমণ করি,
তবে এক একজনের ENJOY এক এক রকম
এক একজনের ENJOY এর এক এক ধরণ
ভ্রমণে কারো ENJOY মানেই SEX, কারো অন্য কিছু
আর কেউ ENJOY করে প্রকৃতি, এক একজনের ENJOY এক এক রীতি;
দুষ্ট লোকে বলে ঘুরতে গেলে তিনটা 'E'
EAT, EJACULATE AND ENJOY
আমার কাছে 'E' এর অর্থ ভিন্ন,
E তে তো কত কিছুই হয়,
যদি স্পেসিফিক ৩টা 'E' এর কথা বলো
তবে আমি বলব EXCURSION, EARTH AND EARN
আমার আনন্দ ভ্রমণে, পৃথিবীকে জানায়
অর্জন? এটা উপার্জন নয় কিন্তু!
জ্ঞানেরও অর্জন হয়, সবার বোধগম্য নয়;
দুষ্ট লোকে আরও বলে ট্যুরিজমের তিনটা 'S'
SEX, SEX AND SEX
আচ্ছা! S তে তো কত কিছুই হয়,
যদি স্পেসিফিক ৩টা "S' এর কথা বলো
তবে আমি বলি SUN, SEA AND SAND
সূর্য তো আলোর উপমা, আলো পৃথিবীতে, আলো মনে
সাগর মানেই তো পানি
আচ্ছা! মানুষের শরীরের কত ভাগ জানি পানি?
এখানে বালি বলতে তো শুধু আর বালি নয়! বালি ও মাটি
আর মানুষ মানেই তো মাটি;
দুষ্ট লোকেরা প্রায়শই বলে, ঘুরতে যাও তো সাথে তিন 'W'
WINE, WILD AND WOMEN
এটা কোন কথা হলো!
W তে তো কত কিছুই হয়,
যদি স্পেসিফিক ৩টা 'W' এর কথা বলো
তবে আমি বলব WEATHER, WATER AND 'WHO AM I'
আবহাওয়া না বুঝলে প্রকৃতি বুঝব কি করে?
আমার ষাট ভাগ অংশই তো পানি আর পৃথিবীর সত্তর ভাগ
পানিই যদি না দেখলাম! তাহলে কি আর পৃথিবী দেখা হয়?
এই যে ভ্রমণ করছি! শুধু কি দেখতে? জানতে নয়?
আরে নিজেকে নিজে জানার মাঝেই তো রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়,
আচ্ছা! সত্যি করে বলো তো! নিজেকে জানে কজন?
আমি তো আজো আমার আমি'কে খুঁজে যাচ্ছি;
আমি স্বার্থপরের মত এতক্ষণ শুধু নরের ভ্রমণের কথাই বললাম
নারীও তো ভ্রমণপিপাসু, তারাও তো নরের সাথে পাল্লা দিয়েই ভ্রমণ করে,
তবে নারীর ক্ষেত্রে অক্ষরগুলো মনেহয় অনেকটাই আলাদা অর্থ বহন করে;
যতদূর দেখেছি ওদের ক্ষেত্রে E তে EXPLORE
তারা সচরাচর ঘরে বাইরে নরে, সবকিছুতেই EXPLORE করে;
তাদের ক্ষেত্রে S বলতেই SHOPPING
ওটা তাদের স্বভাবজাত,
W তে কি তবে WILDNESS বোঝায়?
খানিক বন্যতা কি তাদের প্রকৃতিতে নাই?
আরে, ওটুকু না থাকলে নর EXPLORE করবে কিভাবে?
নারী বোঝার সাধ্য আমার কি আছে? আমার ভুলও হতে পারে;
কথার অর্থ শুধু শব্দ'তে নয়
বক্তার আচরণেও শব্দের অর্থ বদল হয়,
চোখ তো কতকিছুই দেখে!
দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির মাঝে পার্থক্য বিশাল;
ভ্রমণ শুধু ঘোরাঘুরিই নয়
সময় সময় নিজেকেও জানতে হয়।
৩০ জানুয়ারি, ২০২০
#কবিতা
ভ্রমণে জানা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন