সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

রাতটুকুই আমার



রাতটুকুই আমার
- যাযাবর জীবন


কিছু থাকে না রাতে, ছুঁয়ে থাকে অন্ধকার
থাকে না কিছু হাতে, মুঠো মুঠো আঁধার
কিছু থাকে না চোখে, নির্ঘুম স্বপ্নহীন রাত
থাকে না কিছু মনে, শরীরে মন কোথায়?

মন তো সেই কবেই দিয়ে দিয়েছি তোকে
অনিদ্রা কেড়ে নিয়েছে চোখ
হাতে শূন্যতার হাহাকার,

রাতটুকুই কেবল আমার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন