সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

সাদাকালো গল্প




সাদাকালো গল্প
- যাযাবর জীবন


প্রতিটা জীবনেরই কিছু গল্প আছে
প্রতিটা জীবনই গদ্যময়,
জীবনের গল্পগুলো মোটামুটি একই রকমের
কিছু সাদাকালো আর কিছু রংধনু মেশানো;

একটা পুরো জীবন সাদা হতে পারে না
পারে না পুরোপুরি অন্ধকার হতে;

ওখানে কখনো নীল খেলা করে কখনো মেঘ ওড়ে ঘুরে
কখনো কাঠফাটা রোদ তো কখনো ঝুমঝুমান্তি বৃষ্টি
কখনো বা রোদবৃষ্টির লুকোচুরি খেলায় রংধনু রঙে একাকার

জীবন কখনো লাল ভোর, কখনো মেঘলা দুপুর আর কখনো বিষণ্ণ বিকেল
কখনো কর্মব্যস্ত দিন তো কখনো মন-উদাস জ্যোৎস্নার রাত
কখনো চাঁদ, কখনো অমাবস্যা, কখনো বা মনখারাপের অন্ধকার

কেও কেও জীবনের গল্প বলে হালকা হয়
কেও কেও নীল গল্পগুলো চেপে রাখে নিজের মাঝে
কারো কারো জীবন খটমটে প্রবন্ধ তো কারো গদ্যময়
কারো কারো জীবন গানে গানে আর কারো জীবনে কবিতা কথা কয়

আমি তোর জীবনের সবগুলো গল্প জানি
থাকুক না আমার নীল গল্পগুলো কালো অমাবস্যায়!

তুই দিন তো
আমি আঁধার

তুই প্রতিদিন নতুন সূর্যের গল্প শোনাবি
আমি কবিতায় এঁকে যাব অন্ধকার

অন্ধকার পড়ার ক্ষমতা আছে ক'জনার?








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন