প্রেমকাহন
- যাযাবর জীবন
প্রেমের শুরুটা স্নিগ্ধ
সকালের মিষ্টি রোদে অবগাহন
ঠোঁটে ঠোঁটে পাকা কমলার কোয়া
দাঁতে মাখন
ভাদ্রে প্রেমে পাক
কমলার কোয়া থেকে পাহাড় চুড়া
পাহাড় থেকে নদী বেয়ে আখক্ষেতে পানি
আবিষ্কারের নেশায় প্রেমিকা ও প্রেমী
নিরামিষ প্রেম বলে কিছু আছে নাকি?
প্রেমিক প্রেমিকা কবেই বা ছিল নিরামিষাশী?
প্রেমে জিহ্বে জিহ্বে মাংস চাটার প্রতিযোগিতায় কে নামে নি?
কামে ঘাম
জিহ্বে লবণ
ভেজা শরীর যখন তখন
ব্যর্থ প্রেম কাগজে কলমে কবিতা আঁকে
ভালোবাসার জয় কিংবা ক্ষয়
প্রেমিক প্রেমিকার রানের ফাঁকে ...............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন