সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

কিছু কিছু রাত



কিছু কিছু রাত
- যাযাবর জীবন


কিছু কিছু রাত অন্য রকম
কিছু কিছু রাত চাঁদের মতন
কিছু কিছু রাত শুধুই তোর
কিছু কিছু রাত শুধুই আমার
আর কিছু কিছু রাত আমাদের দুজনার;

তোর একার রাতগুলো স্মৃতি পড়ার
আমার একার রাতগুলোর মন খারাপ
দুজনার রাতগুলো ভালোবাসার;

একদিন এখানে কোন এক রাতে
দোল খেয়েছিলাম ঝুল বারান্দায়
তুই আমি দুজনে
হাতে হাত রেখে,
আজ ওখানে দোলনাটা ঝুলছে একা
দোলনাটার কি মন খারাপ?
নাকি শূন্যতা শুধুই তোর একার?

আমার পাথর মন
কান্নার শ্যাওলা জমে না অনুভূতির কোথাও;

সেই রাতটার কথা মনে আছে?
কিছু সুখ সুখ অনুভব
কিছু দু:খ দু:খ অনুভূতি
কিছু কষ্ট কষ্ট সুখ
আর মূহুর্তে উড়ে যাওয়া সময়;

সময়কে ধরে রাখতে পেরেছে কে, কবে?
জীবন শুধুই স্মৃতির বলয়;

একদিন
কোন একদিন
থাকব না আমি
রয়ে যাবে কিছু স্মৃতি
আর তোর কান্না কান্না অনুভূতি;

কাঁদিস না কিন্তু সে রাতে
যখনই ছুঁয়ে যাবে তোকে
আমার স্মৃতির অনুভব
আর আমি মাটির ঘরে শব।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন