খুব মনে হয়
- যাযাবর জীবন
যখন তোকে দেখতে ইচ্ছে হয়
যখন তোর কথা খুব মনে হয়,
ইচ্ছে করে
খুব ইচ্ছে করে
ভাঙতে সময়;
আমার যদি একটি ডানা থাকতো!
সময় ভেঙে অতীতে উড়ে যাওয়ার,
হাজার বার
লক্ষ বার বলতাম,
আবার শুরু করি চল
ভালোবাসি, ভালোবাসি বল;
অণু অণু পল পল আমাদের কাটানো সময়
খুব মনে হয়
আর খুব মনে হয়;
স্মৃতিগুলো কেন এমন হয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন