সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

মনের ভেতর নদী



মনের ভেতর নদী
- যাযাবর জীবন


মনের ভেতর নদী
মনের ঠাঁই অতল
আমি বয়ে যাই, ডুবে যাই
মনে ভালোবাসার চলাচল

চোখের ভেতর জল
চোখ বায় জল
আমি ভেসে যাই, ডুবে যাই
আর নোনা জল চলাচল

মনের ভেতর তুই, জলের ভেতর জল
চল চোখ, সাগর চল
আমি বয়ে যাই আর ডুবে যাই তোতে
বল, একটিবার ভালোবাসি বল।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন