এবড়ো থেবড়ো রাস্তা
- যাযাবর জীবন
রাস্তাটা উঁচু নিচু,
এবড়ো থেবড়ো, ভাঙাচোরা;
শরীরের মত, প্রেমের মত, জীবনের মত;
তবুও নিত্যই পথ বাওয়া;
প্রেম কি রে?
অনুভব, অনুভূতি
উঁচু নিচু শরীর বাওয়া,
খানিকক্ষণ ঝাপাঝাপি সুখ, তারপর কান্না হাওয়া;
জীবন কি রে?
কর্ম, অর্থ, স্বার্থ
অর্থের মাপকাঠিতে ধনী গরীব,
দম্ভ, অহংকার, তারপর মাটি হওয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন