বছরের প্রথম বৃষ্টিটা অন্য রকম
অনেকটা প্রথম ভালোলাগার অনুভব
আমি হাত বাড়িয়ে একটু বৃষ্টি ছুঁই
একটু অন্যরকম যেন সেই প্রথম ভালোবাসার ছোঁয়া,
গাড়ির কাচ এবার পুরোপুরি নামিয়ে দেই
মুশলধারায় বৃষ্টি, আমি ভিজছি
প্রথম বৃষ্টিতে একটু ভিজতে হয়
মনের কালিমাগুলো ধুয়ে নিতে..........
১৪ মার্চ, ২০২১
#কবিতা
প্রথম বৃষ্টি
- যাযাবর জীবন
ছবিঃ মোবাইল ক্লিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন