অন্ধকারের পরতে পরতে কালো, রাতের ঘনত্বে রাত
রাত ঘন হতেই উরুর ফাঁকে ঘন কাম, ঘন আগুন নিঃশ্বাস
রিপুর আঁচড় নিউরন কোষে, বিবেকের জানালা কালো অন্ধকার
ইতিউতি খোঁজ শকুন চোখ, লালসার লালা নেকড়ের জিহ্ব
মাংসের খোঁজে মাংস, শরীরের খোঁজে শরীর
শরীরের ঘনত্বে ঘন নিঃশ্বাস, কামের বিস্ফোরণে ঘাম
ছিন্নভিন্ন তাল তাল দলা মাংস, ছিন্নভিন্ন কালো বিবেক
রাত খুঁড়ছে অন্ধকার, রাতের পরতে রাত;
কাম মিটে গেলে কলমের আঁচড়, কাগজে কবিতার আঁক
কলমের আঁকে বিবেকের সাদা রঙ, কবিতায় সন্ন্যাস;
কাল রাতে আবার কাম জেগে উঠলে কলম রেখে মাংসের খোঁজ,
কবিতায় কি হিপোক্রেসি আঁকা যায়?
২০ মার্চ, ২০২১
#কবিতা
কবিতায় সন্ন্যাস
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন