মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

স্মৃতির অনুভূতি

আচ্ছা! তুই কি এখনো তাকিয়ে থাকিস পথের দিকে!

কি দেখিস?

আমি তো কবেই চলে এসেছি ও পথ হেঁটে;

ওখানে কিছু পাবি না আমার

সব গিয়েছে ধুলোয় মিশে?

ছায়াটা?

সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি সূর্য ডুবিয়ে দিয়ে,

এখন ওটা শুধুই একটা রাস্তা

পিচ ঢালা অনুভূতিহীন;


একদিন ঠিক ওখানেই দেখা হয়েছিলো তোর সাথে প্রথমবার 

আমি অলস দাঁড়িয়ে ছিলাম ল্যাম্পপোস্টে হেলান দিয়ে 

তুই কোথা থেকে জানি বাড়ি ফিরছিলি হেঁটে 

চোখে চোখ পড়তেই আমার মুচকি হাসি 

হাসিতেই তুইও উত্তর দিয়েছিলি  

তারপর থেকে প্রায়ই; 


রাস্তা হাঁটতে হাঁটতেই কিছু অনুভূতি

প্রেম বলে কি?

কি জানি! 

তবে খুব দেখতে ইচ্ছে করতো তোকে

তোরও নিশ্চয়ই ইচ্ছে করতো আমায় দেখতে!

নতুবা কেন পথ হেঁটে আসতাম দুজনে পথের দুদিক থেকে?  

প্রতিদিন ঘড়ির কাঁটায় সময় ধরে

সে দিনগুলোর কথা, আজো কি তোর মনে পরে? 


ঐ দিনগুলোতে পথটাকে বড্ড সহজ মনে হতো  

হয়তো সোজা পথটুকু দেখে!

কিংবা দুজন দুজনার দিকে চেয়ে থেকে থেকে 

আমাদের চোখই যায় নি পথের গর্তগুলোর দিকে

কিংবা দেখা হয় নি বাঁকের ওপাশে পথের বিভক্তিটা ভালো করে,

ঠিক বাঁকের ওপারেই ছিলো পথটার বিভাজন

কখনো দেখিস নি তুই  

খেয়াল করি নি আমিও

তাই হঠাৎই খুব হোঁচট খেয়েছিলাম পথের বিভক্তিতে   

আর আমাদের বিচ্ছেদে; 


পথটা কিন্তু এখনো আছে সেই আগের জায়গায় 

অথচ অনেকগুলো সময় গড়িয়ে গেছে জীবন থেকে

সেদিনের পূবের সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে,  

খুব মন খারাপ হলে আমি মাঝে মাঝে পথটায় এসে দাঁড়াই

পেছন ফিরে তাকাই

হেলান সূর্যে পেছন পথে লম্বা একটা ছায়া পড়ে, আমারই 

অনুভূতিহীন রাস্তায় 

আর স্মৃতির হাহাকার;


স্মৃতিগুলো অনুভূতিহীন হলে বড্ড ভালো হতো। 


১৬ মার্চ, ২০২১


#কবিতা 


স্মৃতির অনুভূতি

 - যাযাবর জীবন 



ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন