রবিবার, ১৪ মার্চ, ২০২১

নিখাদ আনন্দ

কদিন ধরে আনন্দ কেনার খুব চেষ্টায় আছি, নিখাদ আনন্দ; 

এ বাজার ও বাজার ঘুরছি 

বিভিন্ন রকম আনন্দ দেখছি 

অথচ নিখাদ আনন্দ কোথাও খুঁজে পাচ্ছি না; 


ঐ যে তোমরা আকাশ'কে নীল বলো! 

আসলে কি নীল? 

ওখানে নীলের মাঝেও কত রঙ এর পার্থক্য, তাই না?

সকালে গাঢ় নীল তো দুপুরে কেমন জানি সাদাটে রঙ মিশে আসমানি 

আর মেঘের সাথে আকাশ মিশলে তো কথাই নেই 

বৃষ্টির সাথে যখন মেঘ মিশে! তখন নীল খুঁজে পাও

অথচ নীল তো সেই আকাশেরই গায়,  

বিকেল বেলায় আকাশটা বিবর্ণ হতে হতে কেমন যেন মন খারাপের রঙ  

রাতে অন্ধকারের রঙে মিশে কালো

ঝকঝকে নীল কি আর সব সময় পাওয়া যায়? 


আনন্দের বাজারে ঘুরতে ঘুরতে কিছু দুঃখ দেখি কিছু কষ্ট

কিছু হাহাকার কিছু কান্না 

সবগুলোই মিলেমিশে আছে আনন্দের বিভিন্ন পসরার সাথে

আমি দোকানদারদের নিখাদ আনন্দের কথা জিজ্ঞেস করতেই ওরা হাসে

বলে বাবু! লবণ ছাড়া তোমার বাসায় তরকারি হয়?

আমি উত্তর দেই, সেটা আবার হয় নাকি? 

দোকানদার বলে, এই যে স্বর্ণ কেন? খাদ থাকে না?

আমি বলি, খাদ বিহীন কি আর স্বর্ণ হয়? 

দোকানদার বলে, আকাশটা কি সব সময় নীল হয়?

আমি উত্তর দেই, ওটা তো এক এক বেলায় এক এক রঙ ধারণ করে;

দোকানদার বলে, আচ্ছা বাবা! ঐ আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে একটানা হাসতে থাকো তো!

আমি বললাম, যাহ! সারাক্ষণ একটানা কি আর হাসা যায়?


এবার দোকানদার বলে, তাহলে বাবু নিখাদ আনন্দ খুঁজছ কেন?

এই নাও এক কেজি আনন্দ, এক ছটাক দুঃখ 

একমুঠ ভালোবাসা, এক বুক কষ্ট

একমুখ হাসি আর এক চোখ কান্না,  

এবার সবগুলো মিলিয়ে বুকের ভেতর নাড়া দাও

তারপর পরিবারের সাথে পুরোটা ভাগ করে নাও 

ওটাই আনন্দ বাবু, ওটাই সুখ

নিখাদ আনন্দ খুঁজে আর সময় নষ্ট করো না;


আমি দোকানদারের কথায় চমকে উঠি

বিভিন্ন মিশ্রণে সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, ভালোবাসা কিনে

বাসায় ফিরে আসি 

বাসা মানেই তো পরিবার

আর পরিবার মানেই আনন্দ, 

তারপর সবগুলো অনুভূতি মিলিয়ে পরিবারের সাথে ভাগাভাগি করি 

ওদের খুশিতে হাসি, দুঃখে কাঁদি আর সুখ দুঃখ হাসি কান্নাগুলোতে একসাথে মাতি; 


এখন আমি আর নিখাদ আনন্দ খুঁজি না

খুঁজি না নিখাদ দুঃখ।


১১ মার্চ, ২০২১ 


#কবিতা 


নিখাদ আনন্দ 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন