রবিবার, ১৪ মার্চ, ২০২১

নতুন দিন

কাক ভোরে শুধু কি আর কাক উড়ে? 

আমারও ঘুম ভেঙেছে কাক ভোরে; 


ঘুম ভাঙিয়ে দিলো ভেজা মন 

মনের ভেতর কোথায় জানি কি ভাঙছে 

আলো ভাঙছে প্রকৃতিতে

রাত ভাঙছে ভোরের আলোতে, 

আমি আড়মোড়া ভেঙে উঠে বসি

জানালার পর্দা সরিয়ে দিতেই ঝুল বারান্দায় বাড়ি খায় একরাশ কুয়াশা 

আমি আকাশের নীচে এসে দাঁড়াই

আকাশের দিকে তাকাই, চারিদিকে এক অপার্থিব দৃশ্য!

ওপরে তাকালেই নিজেকে বড্ড তুচ্ছ লাগে

বিশাল আকাশ তলে কি ছোট্ট একটা প্রাণী!  

আমি নিজেকে সবসময় প্রাণীই ভাবি

বুকের ভেতর প্রাণের একটা অনুভব জাগে যে! 


আচ্ছা! এখন প্রকৃতিতে কতজন ঘুমুচ্ছে? 

কতজনই বা আমার মত করে ভোর দেখছে? 

সকাল নাড়া দেয় কজন'কে? 

সূর্যোদয়, পাখির কিচিরমিচির? 

কুয়াশা তো সকাল ভেজায়! মন ভেজায় কারো? 

চোখ তো শুধু দেখে, অনুভব করে কজন? 

আরে! অনুভব তো মন, 

বোঝে ক'জন? 


আমি সূর্যের অপেক্ষায় 

একটা সূর্য, নতুন একটা দিন। 


০৬ মার্চ, ২০২১


#কবিতা 


নতুন দিন 

 - যাযাবর জীবন 


ছবিঃ মোবাইল ক্লিক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন