দু মুখো সাপের নাম তো সবাই শুনেছ
কেউ কেউ হয়তো দেখেছও
দু মুখো মানুষ দেখেছ?
দু মুখো সাপের বিষের তাও তো ভেনম আছে
দু মুখো মানুষের কথার বিষের কোন প্রতিষেধক আছে কি?
আমি খুঁজছি;
আজকাল মানুষের মধ্যে দু মুখো মানুষ প্রায়শই দেখি
এরা মনে এক মুখে আরেক
একটা বলে আরেকটা বোঝায়
একটা ভাবে আরেকটা করে
একরকম চিন্তা করে আরেকরকম দেখায়
অন্তরে বিষের চাষ মুখে মধুর চাক
এরা হাসিমুখে ক্ষতবিক্ষত করে কথার খোঁচায়,
তোমরা এদের দেখেছ
এদের বসবাস আমাদেরই আশেপাশে
আমাদের নিজেদেরই মধ্যে
কে জানে! হয়তো আমাদেরই ঘরে!
আমি আজকাল প্রায়শই আয়নায় তাকিয়ে থাকি
নিজেকে খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখি
শরীরের কোথাও দ্বিতীয় মুখটা উঁকি দেয় নি তো!
আমারই শরীরের কোথাও!
তোমরাও মাঝে মধ্যে একটু আয়না দেখো।
০৩ জুলাই, ২০২১
#কবিতা
দু মুখো
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন