বুধবার, ১১ জুন, ২০১৪

স্বপ্নে তুই


স্বপ্নে তুই
- যাযাবর জীবন

চায়ের কাপে টুংটাং
চামচে চিনি খানিক
ঝিরিঝিরি বৃষ্টি
কাপে আলসে চুমুক
অনুভবে তোর ঠোঁট
বড্ড মিষ্টি।

অনুভবে তুই
বিহ্বল হয়ে রই
স্পর্শে তুই
হাত বাড়িয়ে একটু ছুঁই;
এই যাহ্‌
দমকা হাওয়াতে
উড়িয়ে নিলো তোকে
উড়ে গেল স্বপ্ন
চলে গেলি তুই।

তুই বড্ড জ্বালাতন করিস স্বপ্নে এসে
চোখ খুললেই মিলিয়ে যাস পরীর দেশে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন