শুক্রবার, ১৩ জুন, ২০১৪

ঘুমের নেশা



ঘুমের নেশা
- যাযাবর জীবন

অন্ধকারে পুড়ে গেছে জ্যোৎস্না
রাত পুড়ে হয়েছে নিষক কালো
ঘুম পোড়া ছাই উড়ছে রাত ভর
স্বপ্ন ধরবে বলে বইছে বাতাস
আলোর বাতি সব আঁধারে ডুবিয়ে
আগুন নিভিয়ে দিয়েছি খুব সযতনে
যদি অমাবস্যাটাও পুড়ে যায়
তবে আমার রইবে কে?

স্বপ্নগুলো এখন আর বসে না দুচোখে এসে
চোখ জ্বলে ছাই হয় রাত গভীর হতে
সূর্য জাগে রাতের বেলায় আমার দুচোখে
ঘুমাই নি সেও তো কতদিন হয়ে গেছে!

আমার আজ বড্ড ঘুমের নেশায় পেয়েছে
সূর্যের বাতিটা কেও নিভিয়ে দিয়ে যাও।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন