বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

স্মৃতিতে অমলিন



স্মৃতিতে অমলিন
- যাযাবর জীবন

নিস্তব্ধ আমি
স্তব্ধ তুই
নিথর হয়ে
একলা শুয়ে রই,
উড়ে যায় পাখি
পালক ঝরিয়ে
বর্তমান কথা বলে
অতীত সরিয়ে,
বাতাসের স্পর্শে যদি পাস পালকের পেলব
ভুলে যাস তখন আমায় হারানোর অনুভব;

হারানোর বেদনা সয়ে যাবে হয়তো একদিন
স্মৃতিতে তোর থাকব আমি চিরদিন অমলিন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন