বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

ভালোবাসার ঘর


ভালোবাসার ঘর
- যাযাবর জীবন


রাত্রি দেখেছ?
অন্ধকার কালো।

মনের গভীরে ডুব দেও
ওখানে ঘন অমাবস্যা
সূর্য খুঁজছ কেন?

ভালোবাসা খুঁজতে এসো না,
হেমলক থেকে অনেক বিষ বয়ে এনেছি;
নীলাম্বরী হবার এত সাধ কেন?

নীল চেন কি? হে নারী,
বিষ?
আমায় ছুঁয়ে যাও একবার
অতঃপর নীল হও
তারপর চির অন্ধকার
সাধের ভালোবাসার ঘর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন