স্বার্থ চিন্তা
- যাযাবর জীবন
প্রথম দাঁতটা ইঁদুর খেয়েছিল
দাদীর হাতে
শেষ দাঁতটা টুপ করে ঝরে গেলো
নাতির হাতে
দু প্রান্তে দু প্রজন্ম
মাঝখানে সেতুবন্ধন আমি;
আদি থেকে পরিবারের চলমান ধারা
একসময় বনেদী ছিল
সম্পর্ক
পরিবার
অনুশাসন
ঠিক দাঁতের মতই শক্ত,
দিন বদলাচ্ছে
বদলাচ্ছে সম্পর্কের ধরণ
খুব সহজেই ফাটল
কিংবা ভেঙে যাচ্ছে সহসাই অকারণ;
দাঁতের মত শক্ত হয় না এখনকার সম্পর্কগুলো
পোকা ধরার আগেই টুপ করে ঝরে পরে স্বার্থ বাতাসে।
বৃদ্ধাশ্রমগুলোও যেন আজকাল ব্যবসায়ে পরিণত হয়েছে
আমার সঞ্চয় কি আছে? নতুন করে ভাবতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন