শুক্রবার, ২৭ জুন, ২০১৪

ফেসবুক বন্ধু


ফেসবুক বন্ধু
- যাযাবর জীবন

ফেসবুকটা বড্ড মজার,
নতুন নতুন অপরিচিত কত আই ডি
সেখানে সদর্পে ঘুরে বেড়ায়,
প্রথমে পরিচয়
তারপর টুকটাক
হঠাৎ করেই বড্ড আপন;
কারো এখানে বাস
কেও থাকে অনেক দূরে
ভার্চুয়াল জগতের মিলন
এভাবেই ঘুরে ঘুরে
সময়ের সাথে সময় গড়ায়।

সকাল বেলাটা আমার বড্ড ব্যস্ত কাটে
তোর তখন রাত্রির দ্বিতীয় প্রহর
আলসে হাই এর আড়মোড়ে চোখ ঘুম ঘুম
কখনো বিছানা থেকে ধড়ফড় উঠে যাওয়া
আমার কথা মনে হলে
বড্ড আবেগী প্রেম নতুন পরিচয়ে,
কখনো বা মনের অজান্তেই চোখ লেগে যাওয়া
পাশবালিশটা বুকে জড়িয়ে
কিছু সময় স্বপ্ন জগতে বিচরণ;
সাথে কে?
আমি না বক-রাক্ষস তাতে কি এসে যায়!

আজ আমার দুপুরে বড্ড অগোছালো ছিলাম
হঠাৎ করেই মনে এলো
তোর বোধ হয় সকাল হলো
তবু পরিচিত মেসেজের আগমনে
মুঠোফোনটা এখনো টিং করলো না কেন?
একটু অস্বস্তি মনের ভেতর
ফেসবুকে উঁকি,
ওমা!!
কোথায় তুই?
এ যে বন্ধ হয়ে যাওয়া আই ডি
বরাবরের মত;
এক বার
দু বার
বার বার
অনেকবার
এতে আমি আমি বড্ড বেশী অভ্যস্ত
মনে মনে একটু হাসলাম;
বিদায় বন্ধু, ভালো থেকো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন