ডিজিটাল প্রেমের ভণ্ডামি
- যাযাবর জীবন
দৃশ্য - ১:
স্বামীর বুকে মাথা রেখে
চোখ বুজে নিচ্ছিস আবেশে ওম
ফেসবুক প্রেমিকের হাতছানিতে টিং করল মোবাইলটা
আধখোলা চোখে ছুড়ে দিচ্ছিস তাকে ভার্চুয়াল উড়ন্ত চুম;
মেয়েদের সাহস একটু বেশিই হয়
স্বামী নামক চিজ পরোয়া করতে নয়।
দৃশ্য - ২:
স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে খুব সাবধানে
মোবাইলটা সাইলেন্ট মুডে চুপেচাপে টিপে যায় বোতামে
প্রেমিকা ওদিকে অপেক্ষার প্রহর গোনে স্বামীর বুকের পরে
উম্মা উম্মা উড়ন্ত চুম্মা
দুজনে মিলে ভার্চুয়াল চুম
মোবাইলের ইমোতে ভাসে শরীরের ওম;
ছেলেদের অত সাহস কোথায়?
অকাজ যত স্ত্রী ঘুমানোর পরে চাড়া দেয় মাথায়।
ভণ্ডামির একটা সীমা থাকা দরকার
কিংবা ডিজিটাল প্রেমের রূপরেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন