অশ্রুকন্যা
- যাযাবর জীবন
কালো দুচোখ দেখেছি ভাসাভাসা
পড়তে পারিনি তাঁর চোখের ভাষা
চুপ করে থেকেও যেন কবিতা বলে
কথায় কথায় হেসে ফেলে
কান্নার ফোঁটা চোখে টলটলে
যেন টুপ করে এই ঝরে পড়লো বলে!
অশ্রুকন্যা তোরে বানিয়েছেন অনেক যত্ন করে
হাত পাতি না হৃদয় পাতি
অশ্রু কোথায় ধরে রাখি?
ওপরওয়ালা এতটা ক্ষমতা দেয়নি মোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন