শুক্রবার, ১৩ জুন, ২০১৪

ভুল বারে বার


ভুল বারে বার
- যাযাবর জীবন

ভুল হয়েই যায়
কোথাও না কোথাও
জানতে বা অজান্তে
মানুষ বলে কথা!
প্রায়শ্চিত্ত করে শুধরে নেয় নিজেকে
মানুষ তাকেই বলে।

একই ভুল বার বার করে
ভুল কি আর তাকে বলে?
সে যে পাপ হয়ে যায়
মূর্খ মানবের বোঝার সাধ্য কোথায়।

কিছু মানুষ পাপ করে
ইচ্ছে করে
কি এসে যায় ভাব ধরে
ধুরন্ধর মানুষগুলো
দাম্ভিকতার ভরে
অমানুষ তারে বলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন