বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

সূর্যে অমাবস্যা



সূর্যে অমাবস্যা
- যাযাবর জীবন

সন্ধ্যা ঘনাতেই তুই চাঁদ
কোথায় ছিলি দিনে?
চাঁদনি খুঁজতে খুঁজতে আমি অন্ধ হয়েছি সূর্যে,
তুই যখন মেঘবিকেলের তারা
আমি রাত্রি হতে হতে অমাবস্যা;
মিলন হবে কি গ্রহণে?
চাঁদ আর সূর্যের
আলো আর আধারের
তোর আর আমার?
কেন অলীক স্বপ্ন দেখিস দুপুরঘুমে?
প্রজাপতি চুমবে না তোর চোখ;

কান্না মেশে কি জোয়ার জলে?
মোহনার ভাটা কেন লোনা?
যে ভেজে নি পাহাড়ি ঝর্ণায়
চোখের জলে তার কি আসে যায়া?
পাথরে শুধুই পিছল শ্যাওলা
কান্নায় ক্ষয় ধরে না;

সেদিন এক চুমু দূরত্ব পারি দেয়া হয় নি
আজ ডুবসাঁতারে কার প্রতীক্ষা?
সময় তো কবেই বয়ে গেছে ভাটায়
এখনো কেন গ্রহণের অপেক্ষা?
অপেক্ষা চাঁদে সূর্য মেলার
অপেক্ষা অমাবস্যায় জ্যোৎস্নার;
সকাল দেখেই তো দিন চেনা যায়,
কেন নোনায় ভাসিস আমার অপেক্ষায়?

আমি সূর্য নই, ঘোর অমাবস্যা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন