বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

জ্যোৎস্না রাতে রূপসা পারে, জলপরী ও আমি



জ্যোৎস্না রাতে রূপসা পারে, জলপরী ও আমি

- যাযাবর জীবন

অনেক দিন কথা হয় নি তার সাথে
অনেক দিন হয় নি দেখা স্বপ্নদেশে
রূপকুমারী কেমন আছে চাঁদের দেশে
জলপরীটা কেমন আছে জলের নীচে?

অনেকটা সময়ই কেটে গেছে আমার কালঘুমে
স্বপ্নহীন কালোরাতে,
হয়তো সে এসেছিল খুঁজতে আমায় পরীর বেশে
হয়তো স্থলে ডানা মেলে
হয়তো জলে ডুবসাঁতারে
হয়তো রাতে জ্যোৎস্না মেখে
হয়তো উড়ে মেঘে ভেসে,
আমি ছিলেম হয়তো তখন
নিদের দেশে
ঘুম আবেশে,
হয়নি দেখা পরীর সাথে স্বপ্ন দেশে
ভালোবেসে
ভালোবেসে;

চোখ মেলতেই যখন আমার সূর্য চোখে
পরী তখন অনেক দূরে তারার দেশে,
ঘুম আবেশে চোখ জড়িয়ে
ঘুম আবেশে;
রূপসা পারের জলপরীটা অভিমানে ডুব দিয়েছে
আকাশ পরী কেমন আছে মুখভারে চাঁদের দেশে?

ঘুম ভাংতেই দেখতে তোমায় ইচ্ছে করে
জলপরীকে জ্যোৎস্না রাতে
রূপসা পারে;
ঠোঁটে ঠোঁটে ডুবে যেতে ইচ্ছে করে
চাঁদনি রাতে ভালোবেসে
প্রেম সাগরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন