অলীক নিক্তি
- যাযাবর জীবন
ঘণ্টির টিং টিং টিং টিং
দরজায়,
অসময়ে কার আগমন জীবনে?
কেওর মেলতেই মন খারাপের হো হো বাতাস
যাহ্!
দুয়ার ফাঁকা
বাতাসও রঙ্গ শিখে গেছে
তোর মত;
অথচ আসার কথা ছিল তোরই,
দুয়ার খুলে
কড়া নাড়িয়ে;
ঘণ্টির টিং টিং টিং টিং;
রঙিলা বাতাস,
দরজায় ঝাপটা মারে
নিঃসঙ্গ রাতে,
অদ্ভুত এক নির্জনতা গ্রাস করে
দুয়ার খুলে,
বড্ড অসহায় লাগে;
মন খারাপ মাপার নিক্তি আবিষ্কার করেছিল,
কে
কবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন