রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

সময়ের ভুল



সময়ের ভুল
- যাযাবর জীবন

তোর সবচেয়ে বড় ভুল - 'আমায় ভালোবাসা'
আমার সবচেয়ে বড় ভুল - 'তোকে বোঝাতে না পারা'
কিছু কিছু ভুল কখনোই শুধরানো যায় না
তবুও চেষ্টা করে যেতে হয়;

সময় সব দুঃখ ভুলিয়ে দেয় একসময়;
অনেক অনেক দিন পরে
আজকের ভুলগুলো মনে করে মুচকি হাসিতে চিন্তা করবি একা বসে -
"কি ছেলেমানুষিই না করেছিলাম এক সময়"
আজকের ভুলগুলো উড়তে থাকবে সময়ের আকাশে - "টিপ্পনী মেখে"।

আমি আজও হাসি তোর ছেলেমানুষি দেখে
সেদিনও না হয় হাসব আবার তোর সাথে মিশে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন