জলকুমারীর কান্না
- যাযাবর জীবন
রঙ্গিন তো সবাই দেখে
আমি না হয় সাদাকালোই দেখলাম;
সাদাকালো চোখে সাদাকালো মন
ফকফকা রৌদ্রজ্জ্বল শুভ্র সাদা, জলকুমারীকে দেখেছি যেমন
মনের ক্যানভাসে আঁচর কাটার চেষ্টা তেমন,
কি হয়েছে জানি না
তবে খুব একটা খারাপ হয় নি, বলছে মন;
রঙ্গিন তো সবাই আঁকে
তবে বেশ মানিয়েছে কিন্তু তোকে সাদাকালোতে;
যেন তোরই মনের প্রতিচ্ছবি
শুভ্র সাদা
দিনের দিন,
তুলিতে কিছু মিশিয়ে নিয়েছি কালো
আমার মন থেকে
আমি তো সেই কবে থেকেই রাতের রাত
অন্ধকার;
দিনের বেলায় মুখ তোলে জলকুমারী
রাতের নদীতে কালো পানি
মনখারাপে জলকুমারী পানিতে ডুব দেয়
নদী জল অশ্রুজল ধুয়ে নেয়;
আমার থেকে মাঝে মাঝে সে কান্না লুকাতে চায়
জলকুমারী কেন ভুলে যায়?
অন্ধকারে অন্ধের কি এসে যায়;
আমি তোর হাসি কান্না পড়ি মনের চোখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন