চাঁদে কান্না
- যাযাবর জীবন
তুই আমায় চাঁদ দিয়েছিস
চাঁদনি আঁকব কোন তুলিতে?
কাঁদছিস কেন রে ভালোবেসে?
জলরঙে কি কান্না আঁকা যায়?
একদিন আমরা মানুষ ছিলাম
ভালোবেসে তুই কান্না হলি
আমি রাত্রি হলাম;
এখন চাঁদনি কাঁদে অমাবস্যায়,
বৃষ্টি কোথায় চাঁদে? কান্না ধুয়ে নিতে;
অন্ধকারের চেয়ে বাস্তব কবিতা আর কি হতে পারে?
তুই আমায় রাত্রি দিয়েছিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন