বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

ভালোবাসার নতুন সূর্যোদয়



ভালোবাসার নতুন সূর্যোদয়

- যাযাবর জীবন

একদিন
কোন একদিন
খুব হঠাৎ
হারিয়ে যাওয়া চুপিচুপি
না ফেরার দেশে
একেবারে;

তুমি কাঁদবে
চোখ ভাসবে
মন শ্যাওলা কিছুদিন;
আঁচলে বর্ণহীন নোনা শুকোতে সময় লাগে কতটুকু?
অতটুকুই আমার অনুভব;

তারপর আবার নতুন জ্যোৎস্না
নতুন চাঁদে নতুন হাত
নতুন পদচিহ্ন নতুন সূর্যে
নতুন অনুভবে নতুন ভালোবাসা
নতুন জীবন নতুন সময়ে;

কালকের ভালোবাসা আজকের ইতিহাস
কে আঁকড়ে রাখে পুরনো অনুভব?
আমি তো সেই কবেই মাটি হয়ে গিয়েছি,
এখন তোমার নতুন সময়;

ও ভুবন থেকে শুভেচ্ছার হাওয়া পাঠালাম কিছু
গায়ে জড়িয়ে নিও বাসি বেলির অনুভবে
মনে জ্যোৎস্না বৃষ্টি হলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন